মাগুরায় ভাতিজাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাগুরা শ্রীপুর উপজেলার জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ওবাইদুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার রাতে উপজেলার শাপলগাছা গ্রামে চাচাদের হাতে ওবাইদুল নিহত হন বলে জানা গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শাপলগাছা গ্রামে ওবাইদুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ চাচা জিবলু মোল্ল্যাসহ তার সহযোগীরা।
ওসি আরো জানান, গতকাল রাতে নসিমন চালক ওবাইদুল ওয়াপদা বাজারে পৌঁছালে ওত পেতে থাকা জিবলু মোল্ল্যা, ইসলাম মোল্ল্যা, বাচ্চু মোল্ল্যা, আনোয়ার মোল্ল্যাসহ ১০ থেকে ১২ জনের একটি দল তার ওপর প্রকাশ্যে হামলা চালায়। এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁকে মারাত্মক আহত করে। আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ব্যাপারে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।