জেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীদের প্রতি আস্থা রাখার আহ্বান

জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে দল যাকে মনোনয়ন দিয়েছে, তাঁদের প্রতি আস্থা রাখতে হবে।
আজ সোমবার সকালে ঝালকাঠি শহরের পেট্রল পাম্প মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। দল মনোনীত প্রার্থীকে সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তৃণমূল পর্যায়ে উন্নয়নের জন্যই জেলা পরিষদে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন আমির হোসেন আমু। দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেই দেশে উন্নয়ন হয়। বর্তমানে দেশের কোথাও মানুষকে না খেয়ে থাকতে হয় না। বাংলাদেশে খাদ্যে ঘাটতি নেই। দেশ এখন খাদ্যে উদ্বৃত্ত বলেও মন্তব্য করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, যুবলীগ নেতা রেজাউল করিম জাকির ও হাফিজ আল মাহামুদ।