খুলনা বারে শীর্ষ দুই পদে আ.লীগ জয়ী

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে বিজয়ী হয়েছে।
গতকাল রোববার খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীরাও একটি প্যানেলে অংশ নেন। তবে ওই প্যানেলের নির্দিষ্ট কোনো নাম ছিল না। বিএনপি সমর্থিত ওই প্যানেল একটি সহসভাপতি, যুগ্ম সম্পাদকসহ সাতটি পদে জয়ী হয়েছে।
আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সরদার আনিসুর রহমান পপলু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজন কৃষ্ণ মণ্ডল।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন সহসভাপতি পদে মো. মোনজিল রহমান মল্লিক, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আরাফাত হোসেন এবং তিনজন সদস্য নূরুন নাহার, ফাল্গুনী ইয়াসমিন ও প্রশান্ত কুমার গাইন ।
অপরদিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন সহসভাপতি পদে মো. শরিফুল ইসলাম জোয়ার্দার খোকন, যুগ্ম সম্পাদক পদে এজাজুল হাসান শিকদার, পাঠাগার সম্পাদক পদে এস এম মোহিতুর রহমান কচি ও চারজন সদস্য। সদস্যরা হচ্ছেন যথাক্রমে মো. আবদুল হক গাজী, মো. মনিরুল ইসলাম পান্না, ইয়াসিন বিন সদর ও জি এম মাসুদ করিম।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের জন্য দুটি প্যানেলে মোট ২৮ জন প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এ এম আহমেদ উল্লাহ, রজব আলী সরদার ও এফ এম আক্তারুজ্জামান।