সড়ক দুর্ঘটনায় পোশাককর্মী নিহতের গুজবে গাজীপুরে তাণ্ডব

গাজীপুরে সড়ক পার হওয়ার সময় আজ সোমবার বাসচাপায় পোশাক কারখানার এক কর্মী আহত হয়েছেন। ওই কর্মী নিহত হওয়ার গুজবে শ্রমিকরা উত্তেজিত হয়ে এলোপাতাড়ি যানবাহন ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন। তাঁরা সড়কে বাস উল্টে ফেলে অগ্নিসংযোগ করেন। শ্রমিক অসন্তোষের কারণে আশপাশের অন্তত ১২টি কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তাসংলগ্ন নলজানী এলাকায় অবস্থিত টার্গেট ফাইনওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার লিংকিং ডিস্ট্রিবিউটর মো. মামুন (৩২) আজ সোমবার দুপুরে খাবারের বিরতির পর ২টার দিকে দিকে কারখানায় যাচ্ছিলেন। পথে কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী বলাকা পরিবহন সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা বাসটিকে আটক করে এবং মামুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাঁকে ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বাসচাপায় ওই পোশাককর্মী নিহত হয়েছেন এমন খবর কারখানায় ছড়িয়ে পড়লে স্থানীয় ও কারখানায় কর্মরত তাঁর ক্ষুব্ধ সহকর্মীরা সড়কে নেমে আসেন। তাঁরা ওই সড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধরা ওই বাসটি সড়কের ওপর উল্টে ফেলে সেটিতে অগ্নিসংযোগ করেন এবং সড়কে দাঁড়িয়ে থাকা যানবাহন ভাঙচুর শুরু করেন। এতে ওই সড়কের চান্দনা চৌরাস্তা-গাজীপুর অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের অন্তত ১২টি কারখানার শ্রমিকরা সড়কে নেমে এসে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় এক ঘণ্টা পর ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। এ ঘটনায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় আশপাশের অন্তত ১২টি পোশাক কারখানা সোমবারের জন্য ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।
টার্গেট ফাইনওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার নিরাপত্তা সুপারভাইজার মতিউর রহমান জানান, বাসচাপায় গুরুতর আহত মামুনকে গাজীপুরের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মারা যাওয়ার খবরটি সঠিক নয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, বাসচাপায় পোশাককর্মী নিহত হওয়ার গুজবে শ্রমিকরা উত্তেজিত হয়ে সড়কে নেমে এসে এ ঘটনা ঘটিয়েছেন।