গাছের সঙ্গে গাড়ির ধাক্কা, আহত ৪

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউলাকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার দুপুরে একটি প্রাইভেটকার রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লেগে পড়ে আছে। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের বাউলাকান্দি এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লেগে পথচারীসহ চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভূঁইয়া পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুদ্দিন জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাউলাকান্দি এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গাড়ির চালক, আরোহী ও এক পথচারীসহ চারজন আহত হন। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার শিকার গাড়ির নম্বর ঢাকা-মেট্রো-১২-১৬৬৭। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এসআই।