গাজীপুরে নর্দমা থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের যুগীতলা এলাকার একটি নর্দমা থেকে আজ সোমবার হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। তাঁর মাথা ও তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার জানান, গাজীপুর সিটি করপোরেশনের যুগীতলা এলাকায় একটি পুকুরপাড়ের নর্দমার জঙ্গলের মধ্যে এক যুবকের দুই হাত পেছন দিকে এবং দুই পা বাঁধা লাশ আজ সোমবার সকালে দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। আনুমানিক ৩২ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ওই যুবকের পরনে ছিল লাল গেঞ্জি, সাদা উলেন জ্যাকেট ও ছাই রঙের প্যান্ট।
এসআই রিপন জানান, নিহতের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। তাঁর মাথা ও তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রশি দিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও দুই চোখ উপড়ে ওই যুবককে হত্যার পর লাশ নর্দমার জঙ্গলে ফেলে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।