মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর সন্তান : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন বলেই তারা যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা হয়েছে। সেই আহ্বান ছিল জাতির জনকের। প্রতিটি মুক্তিযোদ্ধা জাতির জনকের সন্তান।
আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, ‘এ দেশের মানুষকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধু যে ত্যাগ স্বীকার করেছেন, সর্বশেষ পচাত্তরের ১৫ আগস্ট তিনি তাঁর পরিবারের সমস্ত রক্ত দিয়ে এ দেশের মানুষকে যে ঋণে আবদ্ধ করেছেন সে ঋণ শোধ করার দায়িত্ব এ দেশের ১৬ কোটি মানুষের।’
আমির হোসেন আমু বলেন, ‘আজ বঙ্গবন্ধু নেই, তাঁর স্বপ্নগুলো বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়। মানুষের ভাগ্যেরও পরিবর্তন ঘটে। ১০ টাকা কেজি দরে সাধারণ মানুষ আজ চাল কিনে খেতে পারছে, এটাও প্রধানমন্ত্রীর অবদান।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শিল্পমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে ছাত্রলীগ ও যুবলীগকে যুদ্ধ ঘোষণা করতে হবে। যারা মাদক বিক্রি ও সেবন করে তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। একটি আন্তর্জাতিক শক্তি মাদক দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যাতে নতুন প্রজন্ম বিপথগামী হয়ে ধ্বংসের পথে যায়। সুতরাং এসব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। মাদককে প্রতিটি মানুষকে না বলতে হবে।’
সুবিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস লস্কর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন প্রমুখ।
এর আগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সকালে ৭৮ লাখ টাকা ব্যয়ে মানপাশা-শিমুলতলা-কুলকাঠি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন। শিমুলতলা এলাকায় ভিত্তিফলক উন্মোচন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন শিল্পমন্ত্রী।