পঞ্চম দিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন ধর্মঘট

ফরিদপুরের মধুখালীতে এক বাসচালককে আটক এবং পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জেরে পাঁচদিনেও সচল হয়নি ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস যোগাযোগ। তবে বিকল্প রুটে খুলনা থেকে মাওয়া হয়ে ঢাকার সঙ্গে বাস চলাচল করছে।
urgentPhoto
আজ শনিবার খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসেনি। ঢাকা থেকেও কোনো বাস খুলনায় যায়নি।
জানতে চাইলে খুলনা মোটরবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ আবদুল গাফফার বিশ্বাস জানান, গতকাল রাতে খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সঙ্গে তাঁদের আলোচনা সফল হয়নি। রাতে তিনি সাংবাদিকদের জানান, সমস্যাটি শুধু খুলনাকেন্দ্রিক নয়। তাই খুলনায় এ সমস্যার সমাধান সম্ভব নয়।
গাফফার বিশ্বাসের দাবি, এই ধর্মঘটের সমর্থনে খুলনার জেলার অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।