সরকার পাকিস্তানের মতো আচরণ করছে : মাহাবুবুর রহমান

বর্তমান সরকার বিএনপির সঙ্গে পাকিস্তানের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহাবুবুর রহমান। তিনি বলেছেন, পশ্চিম পাকিস্তান আমাদের ওপর নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, মুখের ভাষা কেড়ে নিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজ স্বাধীনতার যে রূপ দেখছি, তা ক্ষমা করা যায় না।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝালকাঠিতে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুর রহমান এসব কথা বলেন।
১৪৪ ধারা জারি ও পুলিশি বাধার কারণে জেলার রাজাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরের বাসভবনে ঘরোয়াভাবে এ সম্মেলন করে দলটি। এ সময় পুলিশ বাসাটি ঘিরে রাখে। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা সভায় বাধার প্রতিবাদসহ সরকারের কঠোর সমালোচনা করেন।
মাহাবুবুর রহমান বলেন, ‘গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে মানুষের সমান সুযোগ থাকবে, যেখানে মানুষ কথা বলতে পারবে, প্রাণখুলে হাসতে পারবে, রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে। মা তাঁর ছেলেকে ভালোবাসতে পারবে, ছেলে তাঁর মাকে ভালোবাসতে পারবে। কিন্তু আজ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘গণতন্ত্র আজ বন্দি হয়ে আছে। এমন একটি জায়গায় আজ গণতন্ত্র বন্দি, যেখানে স্বাধীনতা যুদ্ধের নয় নম্বরের সাবসেক্টর কমান্ডারের বাসভবন। এখান থেকেই আজ প্রতিজ্ঞা করতে হবে, যারা গণতন্ত্র হত্যা করেছে, ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, তাদের ক্ষমতা থেকে সরাতে হবে।’
ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক বিমান বাহিনী প্রধান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ স্থানীয় নেতারা।
সম্মেলনে মোস্তফা কামাল মন্টুকে জেলা বিএনপির সভাপতি ও মনিরুল ইসলাম নূপুরকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ঝালকাঠি কলেজ মোড়ের অতিথি কমিউনিটি সেন্টারে সম্মেলন ও কাউন্সিল অধিবেশ অনুষ্ঠানের কথা থাকলেও তিন পক্ষ একইস্থানে সভা সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।