বঙ্গবন্ধু হাইটেক সিটির ২০ ভাগ কাজ হয়েছে : প্রতিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক জানিয়েছেন, গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী তিন বছরে আরো ২০ শতাংশ এবং আগামী ১০ বছরে হাইটেক সিটির নির্মাণকাজ পরিপূর্ণভাবে সম্পন্ন হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটির উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরো জানান, এই হাইটেক সিটিতে দেশের বৃহত্তম ডেটা সেন্টার নির্মাণের কাজ এগিয়ে চলছে। হাইটেক সিটির নির্মাণ সম্পন্ন হলে এখানে এক লাখ যুবকের কর্মসংস্থান হবে।
এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামীম আহমদ, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, শরীফ আহমেদ, শওকত হাচানুর রহমান, শেখ আফিল উদ্দিন, বেগম হোসনে আরা লুৎফা ডালিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
৩৫৫ একর জমির জমির উপর বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণ হচ্ছে। এর মধ্যে ২৩২ একর জমির উপর পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে হাইটেক সিটি বাস্তবায়ন হবে।