উত্তরাঞ্চলে ট্রাক ধর্মঘট দ্বিতীয় দিনে

পুলিশের ‘চাঁদাবাজি ও হয়রানি’র প্রতিবাদে উত্তরাঞ্চলে ট্রাক পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে আজ। সকাল থেকেই সড়কে পিকেটিং করেন শ্রমিকরা। ছবি : এনটিভি
পুলিশের ‘চাঁদাবাজি ও হয়রানি’র প্রতিবাদে উত্তরাঞ্চলে ট্রাক পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে আজ শুক্রবার।
দ্বিতীয় দিনও বগুড়ার চারমাথা ট্রাক টার্মিনালের সামনে শ্রমিকরা ঢাকা-বগুড়া মহাসড়কে অবস্থান নিয়ে পিকেটিং করছেন।
ধর্মঘটকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা। পণ্য পরিবহনে দেখা দিয়েছে স্থবিরতা।
এ ছাড়া ধর্মঘটে মহাস্থান সবজি বাজারে পাইকারি ক্রেতা না থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। ধর্মঘট প্রত্যাহার না হলে লোকসান গুনতে হবে তাঁদের।