সাব-রেজিস্ট্রারকে মারধর, আ. লীগ নেতা গ্রেপ্তার
সরকারি কর্মকর্তাকে মারধরের মামলায় জামালপুরের মেলান্দহ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র আওয়ামী লীগ নেতা ফারহান জাহেদী সফেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সাবেক কাউন্সিলর আবদুল মালেককেও একই মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে মেলান্দহ পৌরসভার চাকদহ এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। সফেন উপজেলা আওয়ামী লীগের সদস্য।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, গত বুধবার বিকেলে মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারহান জাহেদী সফেন সশস্ত্র অবস্থায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে সাব-রেজিস্ট্রার নূর আলম, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আক্তারুজ্জামান এবং বর্তমান কমিটির সহসভাপতি খলিলুর রহমানকে মারধর করেন।
এ ঘটনায় মেলান্দহ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সহকারী মহসীন আলী বাদী হয়ে ফারহান জাহেদী সফেনসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।
জামালপুর জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেলু আকন্দ জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামীকাল রোববার জেলার ছয়টি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এক ঘণ্টা কলমবিরতি পালন করা হবে।