টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে টঙ্গী রেলওয়ে জংশনের উত্তরের আউটার সিগন্যাল এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, সকালে টঙ্গী রেলওয়ে জংশনের উত্তর পাশের আউটার সিগন্যাল এলাকায় ওই নারীর ছিন্ন-বিচ্ছিন্ন লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সকাল সোয়া ৬টার দিকে লাশ উদ্ধর করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।