চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে ৪৬ জন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা পুলিশের বিশেষ অভিযানের ষষ্ঠ দিনে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানিয়েছেন, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ২২ জন পরোয়ানাভুক্ত, ১৫ জন নিয়মিত এবং নয়জন অন্যান্য মামলার আসামি।
এদিকে আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সহসভাপতি ডালিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সন্ত্রাস ও নাশকতা দমনের লক্ষ্যে গত ১ ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করে জেলা পুলিশ। এ পর্যন্ত বিভিন্ন মামলা, নাশকতার পরিকল্পনা, মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে জেলায় মোট ২৪০ জনকে গ্রেপ্তার করা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, বোমা, ভারতীয় মালামাল, ইয়াবা ও ফেনসিডিল।