মাগুরায় প্রতিমা ভাঙচুর, ‘বুদ্ধি প্রতিবন্ধী’ আটক

মাগুরা সদর উপজেলার রামনগর কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, আজ সন্ধ্যায় রামনগর কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় এলাকাবাসী প্রতিমা ভাঙচুরের অভিযোগে মহসিন শেখ নামের এক ব্যক্তিকে আটকে রাখে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। তাঁর বাড়ি খুলনা মহানগরীর রূপসা থানাধীন কেছমতপুরে। তাঁর কথাবার্তায় বুদ্ধি প্রতিবন্ধী বলে মনে হচ্ছে।
রামনগর কালী মন্দিরের পুরোহিত উত্তম চক্রবর্তী বলেন, ‘সন্ধ্যার দিকে মন্দিরে পূজা দিতে এলে দেখা যায়, একজন অপরিচিত ব্যক্তি প্রতিমা ভাঙচুর করছে। তখন পেছন থেকে মন্দিরের দরজা বন্ধ করে রেখে এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটকে ফেলে পুলিশে খবর দেই।’