রডের বদলে বাঁশ, ৮ মাস পর সেই ভবনের কাজ শুরু

চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সংগনিরোধ ভবন ও ল্যাবরেটরি নির্মাণের কাজ আবারও শুরু হয়েছে। রডের বদলে বাঁশ ও খোয়ার বদলে সুরকি দেওয়ার অভিযোগে ৬ এপ্রিল বন্ধ করে দেওয়ার আট মাস পর আজ মঙ্গলবার নতুন করে কাজ শুরু হয়।
বেলা ৩টায় নতুন করে কাজের উদ্বোধন করেন বাংলাদেশ ফাইটো সেনেটারি সামর্থ্য শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলী। এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে দর্শনা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক কামরুন্নাহার স্বাগত বক্তব্য দেন।
অতিথি হিসেবে বক্তব্য দেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠান মাস্তুর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শাহীন আখতার ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (শস্য) এফ এম মহিউদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ভবনের বাকি কাজ নির্বিঘ্নে শেষ করতে দোয়া অনুষ্ঠিত হয়। দর্শনা ইসলাম বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তফা কামাল দোয়া পরিচালনা করেন।
প্রধান অতিথি ড. মোহাম্মদ আলী বলেন, এক কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে অবশিষ্ট কাজ আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে শেষ করা হবে বলে আশা করা হচ্ছে।