৩২৮ শিক্ষার্থীর সনদ, পাঁচ শিক্ষার্থীর স্বর্ণপদক লাভ

গাজীপুরে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩০তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন শিক্ষামন্ত্রী মো. নুরুল ইসলাম নাহিদ।
অনুষ্ঠানে ৩২৮ জন স্নাতকধারী শিক্ষার্থীকে সনদ এবং কৃতী পাঁচ শিক্ষার্থীকে স্বর্ণপদক বিতরণ করা হয়। তাঁদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আবরার ফাইয়াজ (ওআইসি), ওমর ফারুক (আইইউটি), মো. তানবীর হাসান মেহেদী (আইউটি), হামিসি রমাদান (আইইউটি) ও মো. আসিফ হাসান অনিককে (আইউটি) স্বর্ণপদক দেওয়া হয়।
সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নুর।
অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি এবং ওআইসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসাডর মোহাম্মদ নাঈম খান, আইইউটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. সাইয়িদ আলালাম আলযাহরানী বক্তব্য রাখেন।
এর আগে শিক্ষার্থীরা সমাবর্তন গাউন পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন।