অধিকার হরণ হলে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান

উন্নয়নের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর সম্পত্তি জবর দখল করা হলে, যেকোনো মূল্যে তা প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানী। অর্পিত সম্পত্তিসহ যেকোনো বিষয়ে অধিকার হরণ হলে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘চট্টগ্রাম- কক্সবাজার হাইওয়েতে পটিয়া বাইপাস সড়ক নির্মাণের নামে পটিয়া উপজেলার করল গ্রামের নাথপাড়া উচ্ছেদের অপপ্রয়াসের প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলনে কামাল লোহানী এ কথা বলেন। নয়টি ভূমি ও মানবাধিকার সংস্থা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
কামাল লোহানী বলেন, ‘যেকোনো মানুষকে উচ্ছেদ করাটার আমি বিরোধিতা করি। কিন্তু তাই বলে সংখ্যালঘুদের পর পর বার বার এ ধরনের নির্যাতনের শিকার কেন হতে হচ্ছে? এই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বলে গালভরা যে বুলি আমাদের সরকার আওড়াচ্ছেন সেই সময়… আমি বুঝতে পারছি না।’
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, অ্যাডভোকেট রানা দাসগুপ্তসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সংখ্যালঘুদের বসতভিটা, শ্মশান, মঠ ও জায়গা-জমি থেকে উচ্ছেদ করার নকশা সরকারের পক্ষ থেকে প্রত্যাহার করাসহ সম্পত্তি রক্ষা করতে বিকল্প নকশা তৈরির দাবি জানান।