চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, প্রতিবাদে অবরোধ

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকাবাসী রাস্তা অবরোধ করেছে। আজ শনিবার সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা এই অবরোধ কর্মসূচি চলে।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সরোজগঞ্জ বাজারে মোতালেব হোসেন (৪০) নামে স্থানীয় এক বাসিন্দা গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় তিনি বাইসাইকেল চালাচ্ছিলেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ সকালে এলাকাবাসী সড়ক অবরোধ করে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ও পরিদর্শক (অপারেশন) আমীর আব্বাসসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এরপর তাঁরা বাজার কমিটির সভাপতি আবদুল্লাহ শেখ ও ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মানিকসহ স্থানীয় বাজার কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এ ব্যাপারে ওসি তোজাম্মেল হক জানান, বৈঠকে উভয় পক্ষের মধ্যে সন্তোষজনক আলোচনা হওয়ায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।