পঞ্চগড়ে চাল সংগ্রহ অভিযান শুরু

পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট আজ শনিবার চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন। ছবি : এনটিভি
পঞ্চগড়ে চলতি মৌসুমে অভ্যন্তরীণ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ সোমবার সকালে পঞ্চগড় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় চত্বরে এই চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ওই কার্যক্রমের উদ্বোধন করেন।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মুনতাজেরী দীনার সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড় জেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সাদেক সারোয়ারসহ জেলার বিভিন্ন এলাকার চালকল মালিকরা উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে জেলার পাঁচ উপজেলায় ৩৩ টাকা কেজি দরে তিন হাজার ৯৬৮ মেট্রিক টন চাল ক্রমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত এই সংগ্রহ অভিযান কার্যক্রম চলবে।