নরসিংদী মুক্ত দিবসে শিবপুরে ১৪৪ ধারা জারি

নরসিংদীর শিবপুরে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উপলক্ষে একই স্থানে আবদুল মান্নান ভূঞা পরিষদ ও মাছিমপুর ইউনিয়ন ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শিবপুর উপজেলা প্রশাসন মাইকিং করে আজ সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ জারি করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আফসার এ আদেশ জারি করেন বলে নিশ্চিত করেছেন।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী পাকিস্তানি হানাদারমুক্ত দিবস উপলক্ষে সোমবার বিকেলে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ মাঠে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও জনসমাবেশের আয়োজন করে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূঞার সমর্থকদের সংগঠন আবদুল মান্নান ভূঞা পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর। উপজেলা মান্নান ভূঞা পরিষদের আহ্বায়ক মোফাজ্জল হোসেন খান সেজুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।
অপরদিকে একই স্থানে মাছিমপুর ইউনিয়ন ছাত্রলীগ মহান বিজয় দিবস উপলক্ষে পাল্টা সমাবেশ করার ঘোষণা দেয়। অনুষ্ঠিতব্য পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে উপজেলা প্রশাসন সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করে।
সূত্র জানায়, প্রধান দুই দলের বাইরে শিবপুরের রাজনীতিতে আবদুল মান্নান ভূঞা পরিষদের প্রভাব লক্ষণীয়। বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা ও উপজেলা পরিষদ নির্বাচনে মান্নান ভূঞা পরিষদের প্রার্থী আরিফুল ইসলাম মৃধার বিজয় তাঁরই প্রতিফলন। এতে ক্ষমতাসীন হয়েও স্থানীয় রাজনীতিতে কোণঠাসা আওয়ামী লীগ ও বিএনপি। প্রধান দুই দলকে উপেক্ষা করে শিবপুরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও জনসমাবেশের আয়োজন ক্ষুব্ধ হয় ছাত্রলীগের নেতারা। এরই পরিপ্রেক্ষিতে শীর্ষ নেতাদের ইশারায় একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেয় তারা।
এইদিকে ১৪৪ ধারা জারির পর শিবপুর কলেজ গেট ও অনুষ্ঠান স্থানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। পুরো শিবপুরে সৃষ্টি হয় থমথম পরিবেশ। এরই মধ্যে বিকেলে সাড়ে ৪টার দিকে শিবপুরে যান কৃষক শ্রমিক জনতা লীগের মহাসচিব ইকবাল সিদ্দিকী। তিনি স্থানীয় ডাকবাংলোয় অবস্থান করলেও তালা মেরে সটকে পড়েন তত্ত্বাবধায়ক।
এই ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেন, নরসিংদী পাকিস্তানি হানাদার মুক্ত দিবসের অনুষ্ঠান নিয়ে অপরাজনীতি কারো কাম্য নয়। এটি শিবপুরের নষ্ট রাজনীতির উদাহরণ।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, অনেক চেষ্টার পরও উভয় পক্ষ সমঝোতা করতে না পারায় প্রশাসন বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করেছে।