নিষিদ্ধ হলো আনসারুল্লাহ

অবশেষে নিষিদ্ধ করা হলো ‘আনসারুল্লাহ বাংলা টিমকে’। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ সোমবার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত শুক্রবার সংগঠনটি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, এরই মধ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে আল-কায়েদাসহ বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক আছে বলে সন্দেহ করে পুলিশ। তাই সংগঠনটি নিষিদ্ধ করার জন্য গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় তারা।
কয়েকজন ব্লগারকে হত্যার ঘটনার সঙ্গে সংগঠনটির সম্পৃক্ততা থাকার ব্যাপারে পুলিশের কাছে তথ্যপ্রমাণ আছে বলেও জানানো হয়েছে।