লুঙ্গি ছাড়াতে গিয়ে গাড়িচাপায় মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর শালিকচূড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে রয়েছে সাদা-খয়েরি চেক লুঙ্গি ও নেভি ব্লু ফুল শার্ট।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, দুপুর ২টার দিকে শালিকচূড়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় সড়কদ্বীপের লোহার পাইপে এক ব্যক্তির লুঙ্গি আটকে যায়। লুঙ্গি ছাড়াতে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়েন তিনি। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির কাভার্ডভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।