পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, বাড়ছে রোগের প্রকোপ

হিমেল হাওয়া আর ঘনকুয়াশায় উত্তরের জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। বিকেল হতেই তাপমাত্রা কমতে শুরু করছে। ঘন কুয়াশা পড়ছে। সন্ধ্যার পর থেকে বইছে হাড় কাঁপানো হিমেল হাওয়া। রাতে ঝরছে কুয়াশা। সকাল পর্যন্ত কুয়াশা থাকছে।
দুপুরের পর সূর্যের দেখা মিললেও তাতে উত্তাপ থাকে না। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড় জেলার তাপমাত্রা ১০ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।
হিমালয়ের কোলঘেঁষা হওয়ায় পঞ্চগড়ে এমনিতেই শীত বেশি। বিকেলের পর থেকে কুয়াশার চাদরে ঢেকে যায় দিগন্ত। রাতে তাপমাত্রা একেবারেই কমে যায় জেলাটিতে। সকালে বিস্তীর্ণ এলাকা, মাঠ, ঘাট, ছেয়ে যায় ঘন কুয়াশায়।
শীত বাড়ার সাথে সাথে দুর্ভোগ বেড়েছে জেলার নিম্ন আয়ের মানুষদের। শীতের প্রভাবে শিশু ও বৃদ্ধদের রোগবালাইও বাড়ছে। হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীরা আসতে শুরু করেছে। দিনমজুর, শ্রমিক, রিকশাচালকরা শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছে না।
চলতি বছর কয়েক দফায় প্রায় দুই হাজার ২০০ শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ অবস্থায় পঞ্চগড়ের শীতার্ত মানুষদের রক্ষায় সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।