প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সহায়ক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে এখন তারা ধাপে ধাপে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে।
আজ শনিবার বিকেলে বাগেরহাটের খানজাহান আলী কলেজ প্রাঙ্গণে খুলনা বিভাগীয় প্রতিবন্ধীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনকালে ডেপুটি স্পিকার এসব কথা বলেন। সুইড-বাংলাদেশের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সুইড-বাংলাদেশের সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন প্রমুখ।
আগামীকাল রোববার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুদিনের এ প্রতিযোগিতা শেষ হবে।