ট্রাক নিয়ে এসে দোকানে ডাকাতি

চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কে গতকাল শনিবার দিবাগত রাতে ন্যাশনাল ব্যাটারি হাউজে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কে ন্যাশনাল ব্যাটারি হাউজে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে ওই ডাকাতির ঘটনা ঘটে।
দোকানের মালিক ইদ্রিস আলীর আজ রোববার জানান, রাত ২টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল ট্রাক নিয়ে এসে শো-রুমের শাটার ভেঙে অন্তত ২৪০টি ব্যাটারি নিয়ে গেছে। যার মূল্য প্রায় ২৩ লাখ টাকা।
ভোর ৫টায় দিকে নাইট গার্ড ঠান্ডু ডাকাতির খবরটি দোকানমালিককে জানান।
এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক এবং পরিদর্শক (অপারেশন) আমির আব্বাস সকাল সাড়ে ১১টায় সরেজমিন পরিদর্শন করেন।
ওসি তোজাম্মেল হক জানান, ওই দোকানের সামনে এবং আশপাশের নৈশপ্রহরীদের দায়িত্বে অবহেলার কারণে এই ডাকাতি হয়েছে। এ জন্য তিনি ব্যবসায়ীদের নিজ নিজ দোকানে সিসি ক্যামেরা লাগানোর পরামর্শ দিয়েছেন।