সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার এ অনুমোদন দেওয়া হয়।
দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী প্রীতি হায়দাদের বিরুদ্ধে ২০০৪-এর ২৭(১) ধারায় একটি এজাহার দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের সহকারী পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, তাঁদের অনুসন্ধানে প্রীতি হায়দারের জ্ঞাত আয়ের সঙ্গে এক কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার অসঙ্গতি পাওয়া গেছে। আজ রোববার সকালে দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মামলার অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে দুদক কয়েকবার প্রীতি হায়দারকে জিজ্ঞাসাবাদ করেছে।
গত বছর আগস্টে সাংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে।