যাদের এনআইডি আছে, সবাইকে করের আওতায় আনা উচিত : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি আছে, সবাইকে করের আওতায় আনতে পারলে দেশের জিডিপি বাড়বে। তাদেরই আয়কর রিটার্ন দাখিল করতে হবে—করের আওতা বাড়াতে দেশে এ রকম একটি পদ্ধতি চালু করা যায়।’
আজ শনিবার (২৭ মে) রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) আয়োজনে অনুষ্ঠিত আবুল মাল আবদুল মুহিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফজলে কবির ও সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ বক্তব্য দেন। ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মৃধা এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এ কে আব্দুল মোমেন বলেন, ‘সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের কারণে দেশ ও মানুষের মঙ্গল হয়েছে। প্রধানমন্ত্রী মানুষের মঙ্গল চান। প্রধানমন্ত্রীর এ চাওয়া কীভাবে অর্জন করা যায়, সেই মাধ্যম বের করতেন আবুল মাল আবদুল মুহিত। এ কারণে আমাদের দেশের চেহারা পাল্টে গেছে।’