কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব

ঢাকা কোর্ট রিপোটার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের চতুর্থ তলায় জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তন ও জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া, মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান, সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান, বিশেষ জজ মো. হাফিজুর রহমান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাশফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নুরসহ অন্যান্য বিচারকরা উপস্থিত ছিলেন।
জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘এ অনুষ্ঠানে আমরা অনুপ্রাণিত। আপনারা প্রতি বছর এমন অনুষ্ঠান আয়োজন করেন, প্রত্যাশা রইল।’
মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান বলেন, ‘আমার ৩২ বছরের চাকরির জীবনে এমন অনুষ্ঠান পাইনি। এই অনুষ্ঠানের ফলে আমরা আনন্দিত। সব সময় এমন অনুষ্ঠান আমরা চাই।’
অতিরিক্ত জেলা জজ কেশব রায় চৌধুরী বলেন, ‘আপনাদের ফল উৎসবে পূর্বেও আমি অংশ নিয়েছি। ফল উৎসবের মতো আরও বিভিন্ন অনুষ্ঠান আপনারা আয়োজন করেন–এমন প্রত্যাশা রইল।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার ও অনুষ্ঠান সঞ্চালনা করেন কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. গাফফার হোসেন ইমন।