মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/06/16/meherpur_news_pic.jpg)
নাশকতার মামলায় মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুসাইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ। আজ শুক্রবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে গাংনী পৌর এলাকার আখ সেন্টারপাড়া এলাকায় ছাত্রদলের মিছিল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বামন্দীতে নাশকতার মামলায় নাজমুল হুসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে নাজমুল হুসাইনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
আসাদুজ্জামান বাবলু বলেন, ‘পুলিশের এই ন্যক্কারজনক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। একটি শান্তিপ্রিয় মিছিল থেকে জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুসাইনকে আটক করেছে পুলিশ। তাঁকে মিথ্যা নাশকতার মামলার আসামি হিসেবে চালান দিচ্ছে। আমি তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।