রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামক ট্রেনের ধাক্কায় এক যুবক (২১) নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে, এখন পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি।
আজ সোমবার (১৯ জুন) বিকেলে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন।
রুহুল আমিন জানান, রোববার দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় অজ্ঞাত এক যুবক মাথায় আঘাত পায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে কমলাপুর রেলস্টেশন মর্গে রাখা হয়। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রুহুল আমিন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ওই যুবকের পরিচয় জানতে পারিনি। আমরা সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আজ দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’