সিরাজগঞ্জে বজ্রাঘাতে কলেজছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে মাহমুদুল হাসান রিয়াদ (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ জুন) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া যমুনা নদীর ক্রসবার বাঁধ-৩ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান রিয়াদ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এলাকাবাসী জানায়, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে মাহমুদুল হাসান রিয়াদ ক্রসবার বাঁধ-৩ এলাকায় ফুটবল খেলছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে রিয়াদের শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াদের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে।