সিরাজগঞ্জে বিএনপিনেতার ওপর হামলা, রিমান্ডে জামায়াতনেতা

সিরাজগঞ্জের উল্লাপাড়া বিএনপিনেতা আজাদ হোসেনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় উল্লাপাড়া পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমানকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জামায়াতনেতা হাফিজুর রহমানকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামি হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মাহমুদ বলেন, বিএনপিনেতার ওপর হামলার ঘটনার সাথে কারা জড়িত এবং হামলায় ব্যবহ্নত দেশীয় অস্ত্র এবং বিস্ফোরক জাতীয় পদার্থ কীভাবে আনা হয়েছে তা বের করা দরকার। এজন্য জামায়াতনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
আহত বিএনপিনেতা আজাদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তিনি ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব। গত ১৮ এপ্রিল রাতে উল্লাপাড়া উপজেলার সলপ এলাকা থেকে জামায়াতনেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, মামলার আসামিরা জামায়াত শিবিরের নেতাকর্মী। গত ১৮ এপ্রিল জুম্মার নামাজ শেষে বিএনপিনেতা আজাদ হোসেন উল্লাপাড়া মডেল থানার সামনে দাঁড়িয়ে ছিলেন। রাজনৈতিক কারণে পূর্ব পরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র, ফালা, হাতুড়ি, ককটেল, বিস্ফোরক জাতীয় পদার্থ নিয়ে আজাদকে ঘিরে ফেলে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। আসামি জাফর ইকবাল কুপিয়ে ও মারপিট করে আজাদ হোসেনকে হত্যা করার জন্য হুকুম দেয়। তখন আসামি হাফিজুর রহমান ধারালো অস্ত্র দিয়ে বিএনপিনেতা আজাদ হোসেনের মাথার ডান পাশে কোপ মারলে রক্তাক্ত জখম হয়। অপর আসামি শাহদাত হোসেন হাতুড়ি দিয়ে মাথার বামপাশে আঘাত করলে মাথা কেটে রক্তাক্ত জখম হয়। এসময় অন্যান্য আসামিরা ককটেল, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক জাতীয় পদার্থ প্রদর্শন করে ভীতির সৃষ্টি করে চলে যায়।
পরে স্থানীয়রা বিএনপিনেতাকে উদ্ধার করে প্রথমে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপিনেতা আজাদ হোসেন।
এঘটনায় বিএনপিনেতা আজাদ হোসেনের ভাই বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় আজ জামায়াতনেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।