মোটরসাইকেল চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
নওগাঁয় আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। এ ছাড়া আত্রাই উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে নওগাঁ ডিবি পুলিশে কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. গাজিউর রহমান।
মোটরসাইকেল চোরচক্রের সদস্যরা হলেন—নওগাঁর রানীনগর উপজেলার মিরপুর এলাকার মো. রকি, কুমারপুর এলাকার নাজমুল হোসেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া এলাকার আমজাদ হোসেন, আব্দুর রাজ্জাক ও কোমারপুর এলাকার আবু তাহের।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছিল। তাই জনগণের জীবনযাপন স্বাভাবিক রাখা এবং সেই সঙ্গে অপরাধ নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছিল ডিবি। হঠাৎ করে গত বুধবার (২১ জুন) রাতে গোপন সংবাদ ভিত্তিতে জানা যায়, জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করা হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে সেখান থেকে রকি ও নাজমুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাঁদের হেফাজতে থাকা দুটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রাজশাহী জেলার বাগমারা উপজেলারকাচারী কোয়ালীপাড়া এলাকা থেকে আমজাদ হোসেন ও আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। এ সময় আমজাদের হেফাজতে থাকা আরও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যমতে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের বিক্রি করা আরও চারটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয় এবং এর সঙ্গে জড়িত আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মামালা করা হয়েছে।
অপর দিকে গতকাল বৃহস্পতিবার রাতে জেলার আত্রাই উপজেলার নতুন ব্রিজের দক্ষিণ পাশের পাকা রাস্তায় আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকারের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে ১৪ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ভুঁইয়া এলাকার জসিম মিয়া, সেলিম, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালপুর এলাকার সাদ্দাম হাওলাদার, নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকার কাজল চন্দ্র মহন্ত, পলাশ চন্দ্র দেবনাথ ও পর-নওগাঁ এলাকার বজলুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপারের দাবি, তারা মাদক কারবারি। তিনি জানান, গতকাল রাতে নাটোরে নলডাঙ্গার দিক থেকে একটি সবুজ রঙের সিএনজি থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করে সাতটি প্যাকেটে (প্রতিটি প্যাকেটে দুই কেজি করে) মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।