জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৯ জন রিমান্ডে
রাজধানীর লালবাগে এলাকায় জাল টাকা তৈরির কারখানা থেকে জাল টাকাসহ গ্রেপ্তার নয় আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- চক্রের মূলহোতা বাবুল মিয়া, তার স্ত্রী লিমা আক্তার মিনা, মূল কারিগর সাইফুল ইসলাম, তার স্ত্রী মোসা. মিলি, নারী কারিগর কল্পনা আক্তার রিমি, ইব্রাহিম শেখ, আফজাল ওরফে রাসেল, হাবিবুল্লাহ ও দুলাল হোসেন। এর মধ্যে তিন নারী আসামিকে একদিন করে ও অপর ছয়জনকে দুদিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।
আজ নয় আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে, তদন্তকারী কর্মকর্তা ১০ দিন রিমান্ডের আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, গতকাল রোববার গোয়েন্দা লালবাগ বিভাগের একটি টিম অভিযান চালিয়ে ইব্রাহিম, আফজাল, হাবিবুল্লাহ ও দুলাল হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ কোটি টাকার জাল নোট জব্দ করা হয়। পরে, জিজ্ঞাসাবাদে তারা কাশ্মীর লেনের একটি জাল টাকার কারখানার সন্ধান দেয়।
তাদের দেওয়া তথ্য মতে একটি ছয়তলা ভবনের ষষ্ঠ ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির একটা ঘরোয়া কারখানা পায় ডিবির টিমটি। সেখানে জাল টাকা তৈরিরত অবস্থায় কারখানার মালিক বাবুল, তার স্ত্রী মিনা, মূল কারিগর সাইফুল ইসলাম, তার স্ত্রী মিলি, নারী কারিগর কল্পনাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি টিনের ট্রাঙ্কে ৮২ লাখ জাল টাকা জব্দ করা হয়।