একটি দল পাকিস্তানকে ভুলতে পারছে না : মোজাম্মেল হক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/22/mojaammel-hk.jpg)
বিএনপিকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘একটি দল পাকিস্তানকে এখনও ভুলতে পারছে না। কারণ, তাদের অস্থিমজ্জায় এখনও পাকিস্তান।’
আজ শনিবার (২২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সমরক্ষেত্রে জাতীয় স্মৃতিসৌধের আদলে নির্মাণাধীন স্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ‘আমাদের গৌরবের ইতিহাস কালিমালিপ্ত করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে। একাত্তরের পরাজিত শক্তি তাদের গ্লানি ভুলতে পারেনি বলে ষড়যন্ত্র করছে।’
সারা দেশে স্মৃতিসৌধের আদলে ছোট আকারের স্থাপনা নির্মাণের আলোচনা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে বানানো হবে যাতে ১০০ বছর পরও মানুষ চিনতে পারে। একমাস পর একটি প্রকল্প হাতে নেওয়া হবে। অনেক মুক্তিযোদ্ধা এখনও অস্বচ্ছল। তাদের আবাসনের জন্য বীর নিবাস তৈরি হচ্ছে। বধ্যভূমিগুলো সংরক্ষণ করা হবে।’