সিদ্দিকবাজারে বিস্ফোরণ : প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ২১ জন নিহতের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুন) প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও তা দিতে পারেনি পুলিশ। এর জেরে আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ আগস্টের দিন ধার্য করেছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।
নথি থেকে জানা গেছে, গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল ৪টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়। বিস্ফোরণে ২৪ জন নিহত হন।