ডেঙ্গুর কারণে স্যালাইনের চাহিদা বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ সদর উপজেলায় আড়াই কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে মোনাজাত করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : এনটিভি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে ডেঙ্গুর জন্য স্যালাইনের বেশ চাহিদা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে ১০ থেকে ১২ গুণ চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে স্যালাইনের সংকটও দেখা দিয়েছে। চাহিদা পূরণে দেশের সক স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎপাদন বাড়ানোর জন্য বলা হয়েছে। প্রয়োজনে স্যালাইন আমদানির জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আজ শুক্রবার (১১ আগস্ট) বিকেলে সদর উপজেলার ঢাকুলি এলাকায় আড়াই কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও গতিশীল হতে হবে। কারণ মশা কমলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাবে।
এরপর মন্ত্রী সেখানে একটি জনসভায় বক্তব্য দেন ।