মানিকগঞ্জে আরাফাত রহমান কোকোর জন্মদিন পালন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/08/13/manikgonj.jpg)
আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জে শনিবার দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা। ছবি : এনটিভি
মানিকগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার রাজনৈতিক কার্যালয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন আফরোজা খান রিতা। এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।