মানিকগঞ্জে ‘ডাকাতের হাতে’ বৃদ্ধা খুন, পুলিশ বলছে ‘রহস্যজনক’

মানিকগঞ্জের ঘিওরে বসতঘর থেকে মুখ বাঁধা অবস্থায় রাশিদা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাশিদার দুই স্বজনকে আটক করেছে পুলিশ।
পরিবারের দাবি, ডাকাতরা তাকে হত্যা করে অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক। জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন বলেন, আমিসহ আমার লোকজন বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেছি, তাদের কথা শুনেছি। পুরো ব্যাপারটি ইনভেস্টিগেশন ছাড়া কিছু বলতে পারছি না। তবে আলামত কিছু পেয়েছি। আশা করি তদন্তে সব বেরিয়ে আসবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর রাশিদা বেগম উপজেলার বাইলজুড়ি গ্রামে একাই বসবাস করতেন। গতকাল তার এক ভাতিজি ও নাতি বাড়িতে বেড়াতে আসে। তারা পাশের রুমে ঘুমাচ্ছিলেন। তাদের দাবি, সোমবার দিনগত মধ্যরাতে একদল ডাকাত ওই বাড়িতে হানা দেয়। এসময় দুজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বাঁধে। এরপর পাশের রুমে রাশিদা বেগমকে হত্যা করে অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাত দল।