বিধ্বস্ত বান্দরবানে গ্রামীণ সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন প্রান্তিক মানুষ
বান্দরবানে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে গ্রামীণ সড়কগুলো কমবেশি বিধ্বস্ত হয়ে পড়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রান্তিক জনপদের মানুষজন। ফলে শ্রমজীবী প্রান্তিক চাষিরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।
জনপ্রতিনিধি ও প্রকৌশল বিভাগের তথ্যমতে, জেলার সাতটি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মিত ৯০০ কিলোমিটার গ্রামীণ সড়কের মধ্যে ৩০০ কিলোমিটার সড়ক কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলো সংস্কারে কমপক্ষে দেড়শ কোটি টাকা লাগবে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত ২২৭ কিলোমিটার সড়কের মধ্যে ২২ কিলোমিটার সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো মোটামুটি স্বাভাবিক করতে ৪২ কোটি টাকা লাগবে। পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সড়কগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি এখনও।
খোঁজ নিয়ে জানা গেছে, এলজিইডির নির্মিত গেজমনি পাড়া-বেতছড়া সড়ক, ছাইঙ্গা-তারাছা সড়ক, মুন্নমপাড়া সড়ক, কানাপাড়া সড়ক, পলিকাপাড়া সড়ক, দোছড়ি-বাইশারী সড়ক, আলীকদম-দোছড়ি সড়ক, সুয়ালক-লামা-মাঝেরপাড়া সড়ক, গোয়ালিখোলা সড়ক, হলুদিয়া-ভাগ্যকুল সড়ক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত রোয়াংছড়ি-রুমা সড়ক, থানচি-তংক্ষ্যংপাড়ার সড়ক, ডাকচুপাড়া, বলিপাড়া-ক্যচুপাড়া, রুমা- পলিপ্রাংসা সড়কগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দা বাহাদুর ত্রিপুরা ও জগদিশ তঞ্চঙ্গ্যা বলেন, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে গ্রামীণ সড়কগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলোর কোথাও কোথাও পাহাড়ি ঢলে পুরোপুরি ধসে গেছে। পাহাড় ধসে ভেঙে গেছে সড়কের ছোট-বড় অংশ। সড়কগুলোর বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রান্তিক জনপদের মানুষজন। রাস্তা বন্ধ থাকায় সব ধরনের সাহায্য সহযোগিতা থেকেও বঞ্চিত হচ্ছে তারা। ফলে শ্রমজীবী প্রান্তিক চাষিরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। দ্রুত গ্রামীণ সড়কগুলো চলাচলের উপযোগী করে তোলার দাবি তাঁদের।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত জানান, সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে সড়কগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ২২ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ৪২ কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। দ্রুত সড়কগুলো সংস্কার কাজ আরম্ভ করা হবে।
এদিকে গ্রামীণ সড়ক বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করে এলজিইডির প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার জানান, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নির্মিত গ্রামীণ সড়কগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার সাতটি উপজেলায় ৩০০ কিলোমিটারের মতো সড়ক ক্ষতিগ্রস্ত। পুনরায় নির্মাণে দেড়শ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। বরাদ্দ পেলে খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামত কাজ শুরু হবে।