মাদারীপুরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা খুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/08/21/maadaariipur.jpg)
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে ছেলের দায়ের কোপে বাবা খুন হয়েছে। আজ সোমবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের দলিল বয়রার ছেলে ইউসুফ দীর্ঘদিন থেকেই মাদকাসক্ত ছিলেন। তার মানসিক সমস্যার কারণে দীর্ঘদিন থেকে শিকল দিয়ে আটকে রাখা হতো। সোমবার সকালে হঠাৎ করেই উত্তেজিত হয়ে ইউসুফ তার বাবাকে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে অপারেশন থিয়েটারে নেওয়ার পরে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ শেখ শাহাবুদ্দিন শেখ জানান, মিয়ারচর পুকুরপাড় স্কুলের পাশে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তিনি মারা যান।
মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শাওলীন আফরোজ জানান, গুরুতর আহত অবস্থায় তাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়ার পরে তিনি মারা যান।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।