খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গণতন্ত্র মঞ্চের নেতারা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তারা হাসপাতালে যান। তবে, এখনও দেখা করতে পারেননি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণতন্ত্র মঞ্চ জানিয়েছিল, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যাবেন—জেএসডি সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্নয়ক হাসনাত কাইয়ুম।