অপহৃত শিক্ষার্থী উদ্ধার, তিন অপহরণকারী কারাগারে
চট্টগ্রামে অপহৃত এক শিক্ষার্থীকে ১৪ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয়েছে তিন অপহরণকারীকে।
গতকাল সন্ধ্যায় ভিকটিমসহ তাদের চট্টগ্রামের কোতোয়ালি থানায় আনা হয়। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তিন অপহরণকারীকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার করা তিন অপহরণকারী হলেন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজপাডার মাস্টার গোলাম সোবহানের বাড়ির রাকিবুল ইসলাম (১৯), তাঁর মা নাসিমা আক্তার (৩৭) ও লোহাগাড়া এলাকার মোহাম্মদ রিদোয়ান (২২)।
মামলার বিবরণে প্রকাশ, গত ৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১০টার মধ্যে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার নন্দনকানন গোলাপ সিং লেন থেকে নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ হন। এ বিষয়ে কোতোয়ালি থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন শিক্ষার্থীর চাচা। পরে শিক্ষার্থীর বাবা গত ১১ সেপ্টেম্বর একটি অপহরণ মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘আমি মামলাটির তদন্তভার পেয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করি। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার তেজগাঁও থানার কারওয়ান বাজার গ্র্যান্ড হোটেল থেকে গতকাল সোমবার সকালে ভিকটিমকে উদ্ধার ও এজাহার নামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে সন্ধ্যায় চট্টগ্রামে নিয়ে আসি। আজ সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’