রাজধানীর হানিফ ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/30/fire-service_web_0.jpg)
ফায়ার সার্ভিসের গাড়ির ছবি তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর একটি মাইক্রোবাসে আগুন ধরার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্লাইওভারটির ওপর মাইক্রোবাসে এই আগুনের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
রাফি আল ফারুক জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং মাইক্রোবাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। মাইক্রোবাসে যে ক্ষতি হয়েছে তার পরিমাণ প্রায় দেড় লাখ টাকার মতো।
রাফি আল ফারুক আরও জানান, যান্ত্রিক ত্রুটি থেকে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।