চট্টগ্রামের সমাবেশ থেকে নতুন কর্মসূচি দেবে বিএনপি

কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে মীরসরাইয়ের পথসভায় আজ বৃহস্পতিবার বিকেলে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি
আজকের রোড মার্চের সমাপনী সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে মীরসরাইয়ের পথসভায় বিএনপির মহাসচিব এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে সবশেষ রোড মার্চ। এখান থেকে নতুন কর্মসূচি দেব। এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।