গাজায় গণহত্যার প্রতিবাদ র্যালিতে বিএনপি নেতাকর্মীদের ঢল

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজধানীতে প্রতিবাদ র্যালি করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালিটি শুরু হয়। র্যালিটি কারওয়ানবাজারে গিয়ে শেষ হয়।
র্যালি শুরু হওয়ার আগেই ঢাকার দুই মহানগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির নেতাকর্মীরা র্যালিতে হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বাঁধা ও নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিএনপি নেতারা বলছেন, ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ।
এদিকে বিএনপির এই কর্মসূচি ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন সতর্ক অবস্থায়।
রাজধানী ছাড়াও আজ দেশব্যাপী সব মহানগরেও বিএনপির এই প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়। নয়াপল্টনের কার্যালয়ের সামনে খোলা ট্রাকের ওপর র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা বক্তব্য দেন।