গণতান্ত্রিক বিশ্ব ভয় পাচ্ছে আওয়ামী লীগ : মোয়াজ্জেম হোসেন আলাল

জামালপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘গণতান্ত্রিক বিশ্ব আওয়ামী লীগ ভয় পাচ্ছে, তারা চাপ দিলে যেন পদত্যাগ করতে না পারে সেজন্য আওয়ামী লীগের এক আইনজীবী উচ্চ আদালতে রিট করেছেন এ ব্যাপারে নির্দেশনা জারি করতে।’ আজ রোববার দুপুরে জামালপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বর্তমানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক বিশ্বের এত বেশি দৃষ্টি নিবদ্ধ যে এখন আর কোনো দুর্নীতি করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।’
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আগামী ২৮ তারিখের মহাসমাবেশের কথা উল্লেখ করে আরও বলেন, জেলা এবং কেন্দ্র উভয় দিকেই পাহারাদার রাখতে হবে যেন সরকার এক জায়গায় কোনো অঘটন ঘটাতে না পারে। আওয়ামী লীগ বলেছে, শাপলা চত্বরের চাইতেও নাকি করুণ পরিণতি হবে আমাদের। তার মানে ওবায়দুল কাদের বেখেয়ালে স্বীকার করে নিয়েছেন শাপলা চত্বরে তাঁরা অনেক মানুষকে খুন করেছেন। গণতন্ত্র মুক্ত হলে বেগম খালেদা জিয়া এমনিতেই মুক্ত হবেন, দেশ সুস্থ হলে তিনিও সুস্থ হয়ে যাবেন। তারেক রহমান দেশে ফিরে আসবেন।’
জেলা শহরের সরদারপাড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ বক্তব্য দেন।