গোপালগঞ্জে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে জিএস পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের শরীফপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বিরামের কান্দি গ্রামের পিকআপ ভ্যানচালক শফিক শেখ (২৫) এবং একই গ্রামের মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪৬)।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক খান মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর শরীফ পাড়া এলাকায় মাছ ভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী জিএস পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানচালক শফিক শেখ ও মাছ ব্যবসায়ী লায়েক শেখ নিহত হন। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কের ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি এবং আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। এরপর মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়।’
হাইওয়ের পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আরব আলী বলেন, ‘মরদেহ দুটি স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্তে ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’