২৮ তারিখ সকাল থেকে পাহারা বসাতে হবে : নানক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/25/nanok.jpg)
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। দিনটিতে সকাল থেকেই পাহারা বসাতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর ও জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় আজ বুধবার (২৫ অক্টোবর) তিনি এ কথা বলেন।
নানক বলেন, ‘২৮ অক্টোবরকে কেন্দ্র করে ঢাকা শহরে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। নগরীর মানুষদের অনিরাপদে ছেড়ে দেওয়া যাবে না। ২৮ তারিখ সকাল থেকেই পাহারা বসাতে হবে। সারাদিন পাহারা দিয়ে দুপুর ২টায় নেতাকর্মী নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের শান্তি ও উন্নয়ন সমাবেশে হাজির হতে হবে। ১০ লাখ মানুষের উপস্থিতির মাধ্যমে প্রমাণ করতে হবে, এই দেশ জয় বাংলার।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘বিএনপির কর্মসূচির আগেই মাঠ দখলে রাখতে হবে। ২৬ ও ২৭ অক্টোবর ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে মিছিল করতে হবে। আর ২৮ তারিখের পরে যদি বিএনপি কোনো কর্মসূচি দেয়, তাহলে আমাদের রাজপথে থাকতে হবে।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।